News71.com
 Bangladesh
 16 Jun 22, 11:00 AM
 2570           
 0
 16 Jun 22, 11:00 AM

টার্গেট এখনও শেখ হাসিনা।।শামীম ওসমান

টার্গেট এখনও শেখ হাসিনা।।শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি বেঁচে আছি। কিন্তু বোমাটা আমাকে উদ্দেশ্য করেই ব্লাস্ট করা হয়েছিল। যাদের চেহারাগুলো এখন মনে পড়ে তারা চলে গেছেন দুনিয়া থেকে। অনেকের অল্প বয়সের বউ ছিল যাদের বিয়ে আমি নিজের হাতে দিয়েছি। ওদের কাছে আমার বলার কিছু নেই। তাই ওদের নিয়ে কোন প্রোগ্রামও করি না। কারন ওদের চোখে চোখ মিলিয়ে তাকাতে পারি না। আমার কাছে অপরাধবোধ হয় যে এতগুলো লোক আমার কারনে মারা গেল। আমি হাতজোর করো মাফ চাই তাদের পরিবারের কাছে। আমি চেষ্টা করেছি। চেষ্টায় ত্রুটি রাখি নি। যদি বিচারটা হত তাহলে অন্তত মনটা শান্তি পেত।

বুক ভরা ব্যাথা আছে, কষ্ট আছে সেই সাথে আশাও আছে। কারণ জাতির পিতার হত্যার বিচারও অনেক বছর আটকে ছিল। কিন্তু সে বিচার হয়েছে এবং বিচার কার্যকরও হয়েছে। যেহেতু জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারের সবকিছু আইন অনুযায়ী চলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরণের অপরাধ যারা করেছে তাদের বিচার হবে। তবে মনের ভেতর একটাই সংশয়, বিচারটা দেখে যেতে পারব তো? কারণ বয়স তো বেড়ে যাচ্ছে।  বুধবার (১৫ জুন) গণমাধ্যম কর্মীদের সাথে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলার ২১ বছরেও বিচার কাজ সম্পন্ন না হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে এসব বলেন তিনি। ২০০১ সালের ১৬ জুন এই বোমা হামলায় ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে, বরণ করেছেন আজীবন পঙ্গুত্বও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন