নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আফনান নামের আরো একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) রাত ১০ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যায় সে। নিহত আফনান উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে এবং স্থানীয় আল হেরা ইসলামী অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজৈর উপজেলার শংকরদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয় সে।
জানা গেছে, বুধবার সকালে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শংকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুন বিক্রির জন্য বেলুনে গ্যাস ভরছিলেন ৩ বেলুন বিক্রেতা। এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ২ বেলুন বিক্রেতার পা উড়ে যায় ও ঘটনাস্থলে থাকা আরো ১ বেলুন বিক্রেতাসহ আফনান নামের এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর মধ্যে আহত এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়। পরে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আফনানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।