নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরণে আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফনান মোল্লা (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে রাজধানী ঢাকার মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এ পর্যন্ত মারা গেল দুজন।
এর আগে মারা যায় ওই দোকানি জাহিদুল ইসলাম। তিনি ফরিদপুরের নগদরকান্দা উপজেলার কাউচাইল এলাকার মোস্তফা মাতুব্বরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটকেন্দ্রের পুকুর পাশে ভ্রাম্যমাণ বেলুন বিক্রি করে দোকানি জাহিদুল। দোকানে ভিড় করে শিশু-কিশোররা।