News71.com
 Bangladesh
 17 Jun 22, 03:49 PM
 2451           
 0
 17 Jun 22, 03:49 PM

গাজীপুরে পাল্টে গেল কেন্দ্রে ঘোষিত ফল।।নির্বাচন অফিস ঘেরাও

গাজীপুরে পাল্টে গেল কেন্দ্রে ঘোষিত ফল।।নির্বাচন অফিস ঘেরাও

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডের মেম্বার প্রার্থীর কেন্দ্রে ঘোষিত ফল রাতে পাল্টে দেয়া অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ফল পাল্টে পরাজিত ইউপি সদস্য প্রার্থীদের বিজয়ী করার অভিযোগ উঠেছে দুই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রার্থী ও সমর্থকরা।

অভিযুক্ত দুই প্রিসাইডিং কর্মকর্তা হলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার ও কালিয়াকৈর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম। প্রার্থী ও তাদের সমর্থকরা জানান, গত ১৫ জুন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার মধ্যে এই একটি ইউপির নির্বাচন বাকি ছিল। ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ৫টার দিকে উপজেলার সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবদুস সাত্তার। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কেন্দ্রে ঘোষিত ফল অনুযায়ী ৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম। কিন্তু ওই ওয়ার্ডের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার গভীর রাতে কেন্দ্রে ঘোষিত ফল পাল্টে দেন। পরে তার প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনকে বিজয়ী ঘোষণা করে উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। দুটি সিটেই গরমিল দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন