নিউজ ডেস্কঃ পদ্মা সেতু উদ্বোধনের দিন তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে পুরো সেতু এলাকা। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে পুলিশের সবকটি ইউনিট। নজরদারিতে থাকবে চৌকস গোয়েন্দা টিম। আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির স্বপ্ন সাহসের স্মারক পদ্মা সেতু। পরদিন ২৬ জুন থেকে চলবে যানবাহন। তবে সেতুর উদ্বোধন ঘিরে নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জণগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোদ সরকার প্রধান সব বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
দেশের দীর্ঘতম এ সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পদ্মার এপার-ওপার দুই পাশে দুটি নতুন থানা নির্মাণ করা হয়েছে যা ২১ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের দিন মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে বাড়তি পুলিশ। এরইমধ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সেতু এলাকায় টহল দিচ্ছে নৌ পুলিশ। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, জলে-স্থলে এবং আকাশে এ তিন স্তরের ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিরাপত্তা বেষ্টনী এবং বলয় ঠিক রেখে আমরা ২৫ তারিখের আনন্দঘন মুহূর্তে যে অনুষ্ঠানটি হবে সেটি সম্পন্ন করতে পারব।