News71.com
 Bangladesh
 17 Jun 22, 05:28 PM
 2214           
 0
 17 Jun 22, 05:28 PM

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু।।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মনি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

মনি বেগম তার স্বামী নুরুল হুদার সঙ্গে মহাখালী লালমাটিয়া কলোনীতে থাকতেন। এই দম্পতির কোনো সন্তান নেই। বাসার সামনে কসমেটিক্স সামগ্রী বিক্রি করতেন মনি। তবে ঠিক কি কারণে বিজয় সরণি এলাকায় গিয়েছিলেন মনি, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি স্বজনরা। নিহতের ছোট বোনজামাই সোহাগ হোসেন জানান, সন্ধ্যার পর তারা মোবাইল ফোনের মাধ্যমে খবর পান মনি বেগম বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এরপর রাত ৮টার দিকে তারা ওই হাসপাতালে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন