নিউজ ডেস্কঃ সাংস্কৃতিক চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।আজ বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ৩২ কোটি টাকা ব্যয়ে আধুনিক শিল্পকলা একাডেমীর বহুতল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তুর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি চর্চাকে জেলা, উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার পাশাপাশি জঙ্গিবাদকে নির্মূল করতে দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়া হবে।এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।