নিউজ ডেস্কঃ অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিকাইল মোল্যা (৪৫) মঙ্গলবার দিবাগত রাতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিকাইল মোল্যা প্রতিদিনের ন্যায় (ডিস লাইন ক্যাবল লিংক )এর কাজ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের আমিনুরের চায়ের দোকানে বসে ছিলেন।এসময় অজ্ঞাতনামা ১০/১২ জন লোক তাকে ডেকে নিয়ে যায় ।পরে নগর ঘাট খাল এলাকায় নিয়ে মিকাইল মোল্যাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
স্থানীরা আহত মিকাইল মোল্যাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তার অবস্থা আশংকাজনক হলে দ্রুত তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।তার গায়ে ও পিঠে ১২/১৪টি কোপের চিহ্ন রয়েছে।রাত আড়াইটার সময় তিনি মারা যাননিহত মিকাই মোল্যা উপজেলার উত্তর দেয়াপাড়া গ্রামের আমিন মোল্যার ছেলে।পুলিশ গতকাল বুধবার সকালে নিহতের লাশ যশোর মর্গে পাঠায়।এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান- হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।আশাকরি দ্রুত আসামীদের আটক করতে সক্ষম হবো।