নিউজ ডেস্কঃ খুলনায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ২৪-২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ওই যুবকের গলায় গুলি করে হত্যা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে সেখানে ফেলে রেখে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে শনাক্ত করার চেষ্টা করেন।মহানগরীতে গত সপ্তাহে কয়েকজন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ওই সব যুবকের স্বজনরা সংবাদপত্রে বিজ্ঞাপন ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।