নিউজ ডেস্কঃ খুলনায় পাইকগাছায় ছেলের ধারালো কুড়ালের আঘাতে পিতা নির্মল বৈরাগী (৬৫) খুন হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে পাইকগাছা উপজেলার রাড়ুলি ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে প্রহ্লাদকে (৩৫) আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়,নির্মল বৈরাগী ও তার ছেলে প্রহ্লাদ গতকাল বৃহস্পতিবার রাতে ভাত খাওয়ার পর একই ঘরে ঘুমাতে যায়।
রাত আড়াইটার দিকে প্রহ্লাদ তার পিতা নির্মল বৈরাগীকে মাথার বাম কানে ধারালো কুড়াল দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা জানার পর প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। আটক প্রহ্লাদ একজন মানসিক রোগী বলে এলাকাবাসী ও পুলিশ জানায়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন।