News71.com
 Bangladesh
 28 Oct 17, 11:02 AM
 1244           
 0
 28 Oct 17, 11:02 AM

খুলনায় ডাকাতিসহ ১৫টি মামলার আসামী রকি দুর্বৃত্তদের হাতে খুন।।  

খুলনায় ডাকাতিসহ ১৫টি মামলার আসামী রকি দুর্বৃত্তদের হাতে খুন।।   

নিউজ ডেস্কঃ খুলনায় তানভীর হোসেন রকি (২৯) নামে এক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রকির বিরুদ্ধে ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। তিনি মহানগরের আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,প্রতিপক্ষের লোকজন রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ রকিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন,নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন