নিউজ ডেস্কঃ ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টে শেয়ার করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকাল আটটার দিকে যশোর শহরতলী থেকে তাকে আটক করা হয়। গত ১৪ অক্টোবর রাতে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা (নং-৫২) দায়ের করেন।
মামলার এজাহার ও বাদী জানান,বিএনপি নেতা মোদাচ্ছেরুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পেস্ট শেয়ার করে আসছেন। তার ফেইসবুক আইডিতে আওয়ামী লীগ নিয়েও গালিগালাজ করেন। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করা পোস্টও তিনি শেয়ার করেন। এ বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সাতক্ষীরার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বিএনপি নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,তাকে এখন যশোর শহর থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে।