নিউজ ডেস্কঃ সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম সুন্দরবনে আট জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। আজ সোমবার ভোরের দিক সুন্দরবনে কলাগাছিয়া নদী সংলগ্ন ধানঘরা খাল মাছ ধরার সময় জেলেদের অপহরণ করা হয়। অপহরণকৃত জেলেরা হলেন-গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে আফসার গাজীর ছেলে ইমরুল গাজী,খালেক গাজীর ছেলে সামাদ গাজী,ফনি গাজীর ছেলে সেলিম গাজী,হালিম গাজীর ছেলে ডালিম গাজী,ধুমঘাট গ্রামে সুরত আলীর ছেলে আব্দুর রহমান এবং কালিঞ্চী গ্রামে মৃত নুর আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম,সাকাত গাজীর ছেলে মুজিবর গাজী ও বৈশখালী গ্রামে জিন্দার গাজীর ছেলে আব্দুর রহমান গাজী। ডাকাতদের কবল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে গাবুরা ইউনিয়নে প্রাক্তন ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান,ভোরের দিকে মাছ ধরার সময় জোনাব বাহিনী আট জেলেকে অপহরণ করে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেছে। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন,জেলে অহরণের বিষয় লোক মুখে শুনেছি কিন্তু কেউ অভিযোগ করেনি।