নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়ায় জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রানাই গ্রামের জনৈক আবুল হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কয়েক দিন আগে রাজধানীর উত্তরায় গ্রেপ্তার জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ারের ভাই মিয়া গোলাম কুদ্দুছও রয়েছেন।ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে নিউজ৭১ কে জানান, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৪ জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।