News71.com
 Bangladesh
 08 Nov 17, 06:01 AM
 1151           
 0
 08 Nov 17, 06:01 AM

প্রথমবারের মতো দেশে তৈরি দু'টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি।।

প্রথমবারের মতো দেশে তৈরি দু'টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক সক্ষমতা দিতে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ‘নিশান’ও ‘দুর্গম’ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড। দেশে প্রথমবারের মতো তৈরি এই লার্জ প্যাট্রোল ক্রাফটের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে খুলনার খালিশপুরে তিতুমীর নেভালে যুদ্ধ জাহাজ ও টাগবোর্ড কমিশনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়,নৌবাহিনীকে আকাশ,পানি ও পানির নিচে ত্রিমাত্রিক সক্ষমতা দিতে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয়েছে। পানির নিচে থাকা সাবমেরিন শনাক্ত ও ধংসের জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে এই জাহাজে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন