News71.com
 Bangladesh
 09 Nov 17, 07:28 AM
 1139           
 0
 09 Nov 17, 07:28 AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কারসাজি,শিক্ষকসহ ৬ জনের কারাদণ্ড  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কারসাজি,শিক্ষকসহ ৬ জনের কারাদণ্ড   

নিউজ ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভর্তি পরীক্ষায় মোবাইল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো ও উত্তর শুনে পরীক্ষা দেওয়া ও তাতে সহযোগিতার অভিযোগে এক কলেজ শিক্ষকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ভুগোলের শিক্ষক আব্দুল কুদ্দুস,যশোর এমএম কলেজের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র সাহেদুর রহমান,মাহবুব ও রায়হানকে দুই বছর করে কারাদণ্ড,শার্শার ডিহি গ্রামের আনিসুজ্জামান খানের ছেলে মাশরাফি জামান খানকে ১৫ দিন ও বাঘারপাড়া উপজেলার বাকীবিল্লাহ’র ছেলে আতাউল্লাহ সোহানকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে মাশরাফি ও সোহান যবিপ্রবি’তে আজ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিনটি কেন্দ্রের মধ্যে যশোর এমএম কলেজ ও শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস ও কানে হিয়ারিং ডিভাইসসহ মাশরাফি জামান ও আতাউল্লাহ সোহানকে আটক করা হয়। মাশরাফির স্বীকারোক্তি অনুযায়ী শহরের আলোর পরশ ছাত্রাবাসে অভিযান চালিয়ে আটক করা হয় সাজেদুর,মাহবুব ও রায়হানকে। আর ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় ওই কলেজের ভুগোল বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুসকে। তিনি একটি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তা মেসেঞ্জারের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন।

যশোরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান,শিক্ষক আব্দুল কুদ্দুস ও তিন সহযোগী সাজেদুরম মাহবুব ও রায়হানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড,পরীক্ষার্থী মাশরাফি জামানকে ১৫ দিন এবং অপর পরীক্ষার্থী আতাউল্লাহ সোহানকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, জালিয়াত চক্র সক্রিয় থাকায় যবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। প্রশাসনের ব্যাপক প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও একাধিক ভিজিলেন্স টিম মাঠে ছিল। সবার তৎপরতার কারণে এই জালিয়াত চক্রকে ধরা সম্ভব হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন