নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় লাবনী আক্তার নূপুর নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।আজ শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বেঙ্গল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূপুর উপজেলার ধোপাদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।পরিবার সূত্রে জানা যায়, স্কুলের মেধাবী ছাত্রী নূপুর দৌড় ও লাফে খুবই পারদর্শী ছিল। বেশ কিছুদিন ধরে বিজেএমসির খুলনা শাখায় প্রশিক্ষণে ছিলেন সে। অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসেন নূপুর। তবে ভালো খেলার জন্য নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির পূর্ব ঘোষিত পুরস্কারের তিন হাজার টাকা নিয়ে দুপুরে নওয়াপাড়া বাজার থেকে ক্রীড়া সামগ্রীসহ বেশকিছু কেনাকাটা করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।