নিউজ ডেস্কঃ বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়,উপজেলা পর্যায়ে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের নন ক্যাডার হিসেবে আত্তীকরণ ও আগামী ১৬ নভেম্বরের মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারির দাবিতে খুলনায় বিসিএস সাধারণ শিক্ষক সমিতির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনা শহীদ হাদিস পার্কে জেলা ইউনিট আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক কে এম আলমগীর হোসেন। বক্তৃতা করেন অধ্যাপক টিএম জাকির হোসেন,খান আহমেদুল কবির,খান রফিকুল ইসলাম। দাবি না মানলে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় সমাবেশে।