News71.com
 Bangladesh
 15 Nov 17, 11:46 AM
 1125           
 0
 15 Nov 17, 11:46 AM

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত।

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত।

নিউজ ডেস্কঃ সুন্দরবনের শরণখেলা রেঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্বাস বাহিনীর সদস্য দুই বনদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শরণখেলা নদীর কাতারখাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহতরা হলেন, আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ইউসুফ ফকির ও রুহুল আমিন।র‍্যাব-৮ এক ক্ষুদেবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন