News71.com
 Bangladesh
 21 Jul 22, 08:16 PM
 866           
 0
 21 Jul 22, 08:16 PM

বাগেরহাটে ঘর পেল ৫০০ ভূমিহীন পরিবার।।

বাগেরহাটে ঘর পেল ৫০০ ভূমিহীন পরিবার।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটে ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ  প্রকল্পের মানুষের সঙ্গে যুক্ত হন। সেখানে থাকা উপকার ভোগীদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী, বাগেরহাট ও বাগেরহাট ৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

ভূমিহীন হিসেবে ঘর পাওয়া (স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যু) আব্দুল হান্নান সরদার বলেন, খুবই বিপদজনক জীবনে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উদ্বুদ্ধ হয়ে দস্যুতা ছেড়েছি। দস্যুতা ছাড়ার পরে আর্থিকভাবে খুবই কষ্টে দিন পার করতাম। খেয়ে না খেয়ে স্ত্রী সন্তান নিয়ে মানুষের বাড়িতে থেকে দিন কাটতে হতো। আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছি। আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলারও সুযোগ পেয়েছি। এ আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন