News71.com
 Bangladesh
 22 Jul 22, 11:18 AM
 918           
 0
 22 Jul 22, 11:18 AM

নড়াইলের ঘটনায় জড়িতদের শাস্তি হবে।। প্রতিমন্ত্রী

নড়াইলের ঘটনায় জড়িতদের শাস্তি হবে।। প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নড়াইলে লোহাগড়া উপজেলায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তি হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।  তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। যে ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটে, এগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই কোথাও যেন এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্যই এখন সম্প্রীতি বাড়াতে ধর্ম মন্ত্রণালয় কর্মসূচিগুলো হাতে নিয়েছে। এ কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো।

বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে একটি চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, এ ঘটনায় কারা দায়ী, এটা তো আপনারা পত্র-পত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন। ইতোমধ্যে গ্রেফতারও হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। বিচারে যা হয়, তাই হবে। আমরা চাই যারাই করুক না কেন, সে যেই হোক না কেন, যে ধর্মের হোক বা যে গোত্রের হোক, প্রকৃতপক্ষে যে অন্যায় করেছে তার শাস্তি হবে। তিনি বলেন, গত ১৫ জুলাই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এরপর ১৯ জুলাই গিয়েছিলাম। আমার দৃষ্টিতে আমি মনে করছি, ঘটনা যাই ঘটুক না কেন, ঘটবে কেন? এটা হলো আমার প্রশ্ন। যা ঘটেছে সেটা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা তাৎক্ষণিকভাবে প্রটেকশন দিয়েছিল বিধায় সেখানে মারাত্মক এমন কোনো ঘটনা ঘটেনি, যেটুকু ঘটেছে এটা সাধারণভাবে যা হয়ে থাকে তাই হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন