নিউজ ডেস্কঃ খুলনায় আধুনিক কারাগার নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে। কয়েক দফা বাড়িয়ে এখন সেটা গিয়ে ঠেকছে ২০২৪ সালের ৩০ জুনে। বাড়তি এই আট বছরেও কাজ শেষ হবে কি না, সেই নিশ্চয়তা নেই। এদিকে ১৪৪ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে হয়ে গেছে ২৮৮ কোটি টাকা। গণপূর্ত বিভাগ-২ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক বলেন, করোনা, জমি অধিগ্রহণ জটিলতা এবং নকশায় ত্রুটির কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে। তবে বর্তমানে অবকাঠামোর গড়ে ৮৫ থেকে ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে। কিছু ভবনে শেষ মুহূর্তের কাজ চলছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কের ৪০ শতাংশ ও ড্রেনের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৪ সালের জুনের মধ্যে হস্তান্তর করা সম্ভব হবে।