নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।সোমবার (১৬ আগষ্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মেহেদী (৪০) ও রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে দীপঙ্কর (২৭)। মেহেদী টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারির কর্পোরাল ও দীপঙ্কর একই রেজিমেন্টের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়িচালক ল্যান্স কর্পোরাল ইমরান (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়ি হাটিকুমরুলের দিকে যাওয়ার সময় একই অভিমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন সেনা সদস্য গুরুতর আহত হন।