নিউজ ডেস্কঃ সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঁচ নার্সসহ নতুন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।শুক্রবার (১৫ মে) ৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ হয়। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্ত পাঁচ নার্সই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের।ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, নতুন করে করোনা শনাক্ত হওয়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচজন নার্সকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা অন্যদেরও শনিবার আইসোলেশনে নেওয়া হবে।তিনি বলেন, শুক্রবার নতুন ১৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১১৬, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন ও মারা গেছেন ছয়জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।