নিউজ ডেস্কঃ সিলেটে বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এ যাবৎ সিলেট জেলায় ৩৪৭ করোনায় আক্রান্ত হয়েছেন। আর বিভাগজুড়ে সংখ্যা বেড়ে হয়েছে ৭১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮১ জন। মারা গেছেন ১৩ জন। সর্বশেষ মঙ্গলবার (২৬ মে) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে জকিগঞ্জের তিনজন, বালাগঞ্জের একজন, জৈন্তাপুর ও বিশ্বনাথের দু’জন করে এবং সদর উপজেলার ১০ জন।এছাড়া বিভাগের মধ্যে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন। তবে এদিন শাবিপ্রবির ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা।