নিউজ ডেস্কঃ র্যাব ও পুলিশের ১৭ সদস্যসহ সিলেট বিভাগে নতুন করে আরও ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৫১০ জন, সুনামগঞ্জে ১৬৯, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজারের রয়েছেন ৯৮ জন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, এদিন হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ আসে। তারা সবাই সিলেট জেলার। এছাড়া শাবিপ্রবি’র ল্যাবে আরো ১২৬ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় র্যাব-৯-এর ৮ সদস্যসহ ১৯ জন, ফেঞ্চুগঞ্জে পুলিশ সদস্যসহ ৪ জন, বিশ্বনাথে পুলিশের ৮ সদস্য, জকিগঞ্জে একই পরিবারের ৯ জনসহ ১৪ জন, জৈন্তাপুরে ৩ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, এ বিভাগে এখন পর্যন্ত শনাক্ত ৯৪৮ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২১৬ জন। মারা গেছেন ১৭ জন।