নিউজ ডেস্ক: কল্যাণ তহবিলের অর্থ তছরুপ নিয়ে সিলেটে পরিবহন শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। গতকাল বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের ওপর প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকদের দুটি গ্রুপ। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৪০ জন। ভাঙচুর করা হয় বেশকিছু যানবাহন। পরে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।