নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে একটি বাড়ি থেকে ২৬ বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের মণ্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকার মৃত আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এসব ধরেছেন একজন সাপুড়ে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ২টি বিশাল আকৃতির কিং কোবরা। এ ছাড়া ৭টি ভিমরাজ, ৬টি আলদ, ৫টি দুধরাজ, ৪টি দাঁড়াইশ ও ২টি গেছো আলদ জাতীয় সাপ ধরেন সাপুড়ে তান্ত্রিক ওঝা বুরহান উদ্দিন জালালী। বন্যার পানিতে সব সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে বলে সাপুড়ে জানিয়েছেন। সাপ ধরার কাজে সহযোগিতা করেন সাপুড়ে শামীম আহমদ, নূর আলম, আছকির মিয়া, শরীফ মিয়া ও খুদে সাপুড়ে খালেদ হাসান জালালী। বিষধর ধরার খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করেন। এ বিষয়ে ছাতক বন বিভাগের কর্মকর্তা নীতিশ চক্রবর্তী বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে তারপর বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে পারব।