নিউজ ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাতকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পৌরশহরের খাসার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে ডাকাতদের আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। আটকরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মদরিছ আলীর ছেলে ইসলাম মিয়া (২৮), সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাঙ্গালহুদা গ্রামের খলিলুর রহমানের ছেলে হোসেন আহমদ (৩০) ও উপজেলার পশ্চিম নয়াগ্রামের মালু হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৫)।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ৭-৮ জনের ডাকাতদলের সদস্যরা দু’টি মাইক্রোবাসে অবস্থান করছিল। ধাওয়া করার সঙ্গে সঙ্গে পেছনের মাইক্রোবাসটি নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। আটকদের কাছ থেকে দু'টি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, তিনটি রাম দা, অত্যাধুনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।