News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:00 AM
 676           
 0
 28 Jan 21, 12:00 AM

সিলেটে মাদরাসা কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৪ জন।।

সিলেটে মাদরাসা কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৪ জন।।

 

নিউজ ডেস্কঃ সিলেটে মাদরাসা কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১টার দিকে নগরের নয়াসড়ক জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে মাদরাসার কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য দফায় দফায় বৈঠকও হয়। কিন্তু উভয় পক্ষ ছাড় দিতে নারাজ ছিল। 

 

এ অবস্থায় বুধবার দুপুরে দুই পক্ষ কমিটি গঠনের লক্ষ্যে বৈঠকে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। খবর পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিভৃত করে। 

 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদরাসার কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৈঠকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন