নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেউন্দি চা বাগানে নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দেউন্দি চা বাগানের বাসিন্দা দীনেশ বাকতির ছেলে অজিত বাকতি (৪০) ও একই এলাকার জামিন মালের ছেলে স্বপন মাল (৩৫)।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, দুপুরে অজিত ও স্বপন দেউন্দি বাগান কর্তৃপক্ষের অধীনে সীমানা প্রাচীর মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায় সীমানা প্রাচীরের একটি অংশ ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।