নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলার ইপিআই ভবনে টিকাগুলো পৌঁছায়। সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, টিকাদান কর্মসূচিকে সামনে রেখে মৌলভীবাজার সদর হাসপাতালসহ সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুতি নেয়া হয়েছে।
সঠিকভাবে কর্মসূচি সমন্বয় ও বাস্তবায়নের জন্য মৌলভীবাজার সিভিল সার্জনকে সভাপতি করে গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট ‘করোনা টিকা গ্রহণ কমিটি’। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বুথে টিকাদান করা হবে।