নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় তেলবাহী বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের বদলে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আজ শুক্রবার দুপুরে ছেড়ে গেছে একটি ট্রেন। বিকালে সেই স্টেশন থেকেই ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আরেকটি ট্রেন।
কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আজ শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তিনি জানান, বিকাল ৫টায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনও সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।