নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া ভাটেরা মাইজগাঁও এলাকায় সিলেটগামী একটি মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। কুলাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওয়া দিয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন। তিনি জানান, শনিবার আনুমানিক সোয়া ২ টার দিকে সিলেটগামী ওই মালবাহী ট্রেন ভাটেরা ও মাইজগাঁও এলাকার মধ্যখানে পৌঁছালে আকস্মিকভাবে ঝাকি দিয়ে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে কুলাউড়া জংশন থেকে উদ্বারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওয়ানা দেয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।