নিউজ ডেস্কঃ সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে ট্রাক পড়ে দু’জন নিহত হয়েছেন। নিহত দু’জন ট্রাকের চালক ও হেলপার। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ধামরাই সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মহসিন আলী।