নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলে পতিতাবৃত্তির উদ্দেশে নারীপাচারকারী চক্রের অন্যতম হোতা আছমাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের গুহরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে পতিতাবৃত্তির অভিযোগে পুলিশ শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত আছমার বাসায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ২ নারী ও ২ পুরুষ খদ্দেরকে আটক করে। এর আগেই সেখান থেকে কৌশলে সটকে পড়েন আছমা।
শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মানব অপরাধচক্র বলে স্বীকার করে। আসামিরা ওই স্থানে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে পতিতাবৃত্তির উদ্দেশে পাচার করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলার সূত্র ধরে বুধবার রাতে আছমা পুলিশের জালে ধরা পড়ে।