নিউজ ডেস্কঃ সিলেটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের শিশু পুত্র। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন বিআইডিসি এলাকায় মীর মহল্লায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ে মাহা (৯)। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে নিহত রাজিয়া বেগমের শিশু পুত্র তাহসান (৭)।
ঘটনার পরপরই সৎ ছেলে ঘাতক মাহবুব হোসেনকে আটক করা হয়েছে। সে সিলেটের বিয়ানীবাজার এলাকার আবদাল হোসেন বুলবুলের ছেলে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে মাহবুব তার সৎ মা ও ভাই-বোনকে দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে।