নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুর নগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে শাহ মুল্লক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পিয়ান নদীর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আরও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। নিহত শাহ মুল্লক নুর নগর গ্রামের আবদুস সালমের ছেলে।
স্থানীয়রা জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে নুর নগর গ্রামের সামছুল ইসলাম, ফিরোজ আলী, আলমগীর মাস্টার ও জমশেদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ফিরোজ আলীর লোকজনের সঙ্গে খাস জায়গা দখল নিয়ে ইতোপূর্বে গ্রামবাসী ও সামছুল ইসলামের লোকজনের একাধিক সংঘর্ষে ঘটনাও ঘটেছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে মামলাও রয়েছে।
সকালে সামছুল ইসলাম পক্ষের লোকজন পিয়ান নদীর উত্তর পাড়ে জমিতে কৃষিকাজ করতে গেলে ফিরোজ আলী ও আনহারের নেতৃত্বে তাদের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় সামছুল ইসলামের পক্ষের একজন ঘটনাস্থলেই মারা যান এবং সামছুল ইসলামসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়।