নিউজ ডেস্কঃ মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কোম্পানীগঞ্জের দয়ারবাজার এলাকার বিল্লাল আহমদ। গত ১০ মে সন্ধ্যায় ছদ্দবরণে যাত্রীবেশী এক ছিনতাইকারী ভাড়ায় বুড়িডহর গ্রামে যাওয়ার জন্য ৩৫০ টাকায় চুক্তি করে। ওই দিন সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে স্থানীয় সাইফুর রহমান ডিগ্রি কলেজের সামনে যাওয়ামাত্র আগে থেকে ওৎপেতে থাকা অজ্ঞাতপরিচয় দুই ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দেয়। যাত্রীবেশী ছিনতাইকারীসহ তিনজনে মিলে ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে বিলাল আহমদের মোটরসাইকেল ছিনতাই করে নেয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিল্লাল।
সম্প্রতি সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে যাত্রীবেশী ছিনতাইকারীচক্র মোটরসাইকেল ছিনিয়ে নিতে সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ পেলেও কিনারা করতে পারছিলো না থানা পুলিশ। ছিনতাইয়ের এই ঘটনা জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। তিনি ছিনতাইকারী চক্রকে গ্রেফতারের জন্য বিশেষ নির্দেশনা দেন। তার দেওয়া দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।