নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধের’ দ্বিতীয় দিনে সিলেট নগরে তল্লাশি অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা। নগরী ও ১৩ উপজেলায় জেলা প্রশাসনের ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২ জুলাই) দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ব্যক্তি বিশেষ, বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনে ১৮৭ মামলা দায়ের করা হয়। এর বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তা করেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির সদস্যরা। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) ‘কঠোর বিধি-নিষেধের’ প্রথম দিনে মহানগর ও সব উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাশাপাশি সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও পৃথক অভিযান চালান। প্রথম দিনের ‘কঠোর বিধি-নিষেধের’ অমান্য করায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং যানবাহনে ২২০ মামলার বিপরীতে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে বিভিন্ন ধরনের ১০৪টি গাড়ি।