News71.com
 Bangladesh
 05 Jul 21, 06:31 PM
 605           
 0
 05 Jul 21, 06:31 PM

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত॥

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত॥

নিউজ ডেস্কঃ সুনাগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. লেচু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। লেচু উপজেলার ভাটি ধল গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে দিরাই উপজেলার ধলবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে ধলবাজারের একটি স্যালুনের চেয়ারে বসেছিলেন লেচু। এসময় একই গ্রামের আব্দুস শহীদর ছেলে ঝন্টু মিয়া ধারালো ছুরি দিয়ে হঠাৎ তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লেচুকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান লেচু মিয়া। তবে ঝন্টুর সঙ্গে কি নিয়ে তার বিরোধ ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে ঝন্টু পলাতক। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন