অর্থনীতি ডেস্কঃ গুরত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্য খাতে বিভিন্ন ব্যক্তিকে দেওয়া সিআইপি (কমার্শিয়ালি ইম্পরট্যান্ট পারসন) কার্ডের মতো কৃষি সেক্টরেও গুরুত্বপুর্ণ অবদান রাখা ব্যক্তিদের এআইপি (এগ্রিকালচারাল ইম্পরট্যান্ট পারসন) কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। তিনি বলেন, কৃষিকাজ ও উৎপাদনে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সিআইপির (কমার্শিয়ালি ইম্পরট্যান্ট পারসন) মতো এআইপিরাও ভিআইপি জোনে সুবিধা ভোগ করতে পারবেন। এ ব্যাপারে নীতিমালা তৈরির কাজ চলছে।
মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি সচিব। তিনি বলেন, সরকার কৃষির সুবিধার জন্য কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা তৈরি করেছে। এটি সংসদে পাস হলে কৃষকরা বিনা সুদে ঋণ নিতে পারবেন। তখন কৃষককে কেবল ঋণের আসল টাকা পরিশোধ করতে হবে। সুদ সরকার পরিশোধ করবে। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মো. ইউসুফ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অধিদফতরের পরিচালক চণ্ডীদাস কুণ্ডু ও কৃষিবিদ জাকির হাসান।