নিউজ ডেস্কঃ সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নয় বরং স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া খাদ্য পণ্যের বাজারে রাশিয়া-ইউক্রন যুদ্ধের প্রভাব পড়ায় সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। এ জন্য দেশবাসীকে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৬ মে) দুপুরে সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ আহ্বান জানান মন্ত্রী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণ করা উচিত না। আমরা ব্যবসায়ী বান্ধব। আমরা আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী দাম নির্ধারণ করে দিই। সে অনুযায়ী দাম থাকলে বাজার স্থিতিশীল থাকবে। আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, বাজার স্থিতিশীল রাখতে চাই। সরবরাহ ও চাহিদার ওপর বাজার নির্ভরশীল। তাই চাইলেও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রনের যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে আমাদের খাদ্য পণ্যের ওপর। এজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। শ্রীলঙ্কার অবস্থা দেখে অনেকে প্রচার করছে সে অবস্থা হতে পারে। সেরকম কোনো সম্ভবনা নেই। আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি।