News71.com
 Features
 19 Jun 16, 12:04 PM
 1458           
 0
 19 Jun 16, 12:04 PM

ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রেরণার উৎস তাঁর বাবা ।। আজ বিশ্ব বাবা দিবস...

ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রেরণার উৎস তাঁর বাবা ।। আজ বিশ্ব বাবা দিবস...

আজ রবিবার। বিশ্ব বাবা দিবস। আর এই দিনে ভক্তদের তার 'হিরো'র গল্প শুনিয়েচেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন কঠিন ক্রিকেট জীবনে কোথা থেকে শক্তি জোগান তিনি। মুশফিক আবেগপ্রবল একজন মানুষ। ক্রিকেট ভূবনে ভালো মানুষ হিসেবে তার খ্যাতি রয়েছে । প্রচণ্ড পরিশ্রমী। লক্ষ্যে অবিচল। মুশফিক জানিয়েছেন, এর সবকিছুই তার বাবার কাছ থেকে শেখা।

নিজের ফেসবুক পেজে মুশফিক বাবা দিবস উপলক্ষ্য করে একটি স্টেটাস দিয়েছেন। আবেগী সেই পোস্টে তার জীবনে বাবা মাহবুব হামিদের ভূমিকা এভাবে তুলে ধরেছেন মুশফিক, "আজ আপনাদেরকে আমি এমন একজন মানুষের কথা বলবো...আমার এতদূর আসার পেছনে তার অবদানই হয়তো সব থেকে বেশি। ছোটবেলা থেকে তিনি আমাকে শিখিয়েছেন একজন 'হিরো' হতে গেলে, শুধু ভালো খেললেই হবেনা...বরং একজন ভালো মানুষও হতে হবে। তিনি আমাকে দেখিয়েছেন সব বাঁধা পেরিয়ে লক্ষে পৌঁছানোর রাস্তা। খারাপ সময়ে ভেঙে পড়লে জুগিয়েছেন সাহস। তিনি আমার বাবা...আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আমার জীবনের সত্যিকারের 'হিরো।' অনেক ভালবাসি তোমাকে বাবা! বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।" - মিতু ।

মুশফিকের ডাক নাম মিতু। তার বাবা তাকে এ নামেই ডাকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন