"সন্তানের জন্য বাবার যেমন দায়িত্ব - কর্তব্য থাকে তেমনি বাবার জন্যও সন্তানের দায়িত্ব - কর্তব্য একই , যা বর্তমানের ব্যস্ততম সময়ে অনেকটা পরিলক্ষিত হয় না ।" এই বাবা দিবসে "বাবার সম্মানী" নামক সর্ট-ফিল্মে এমনই কিছু দৃশ্যপট তুলে ধরেছেন তরুণ পরিচালক মোহা: শহীদুল আলম জুয়েল।
আমের শহর চাঁপাই নবাবগঞ্জে বেড়ে ওঠা জুয়েল এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর স্থাপত্য বিভাগে পড়াশুনা করছেন । পড়াশুনার পাশাপাশি , পরিচালনায়ও নিজেকে দক্ষ করে তোলার সপ্ন দেখেন তরুন এই পরিচালক ।
প্রজন্ম আধুনিক হওয়ার সাথে সাথে বাবার সম্মানটা কার কাছে কতটুকু আছে, এমন প্রশ্নটাই রেখেছেন পরিচালক আধুনিক প্রজন্মের কাছে ।
কাজটিকে প্রাঞ্জল আর মনের মত করতে মূল চরিত্রের বাবা চরিত্রে ওবাইদুল্লাহ জাকির ও ছেলে চরিত্রে বিজয় বড়ুয়া অভিনয় করেছেন । এছাড়াও সহযোগী অভিনয়ে পিয়াস , ইমন এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন সাকিব, সীমান্ত, পঙ্কজ, ধ্রুব প্রমুখ আরও অনেকেই ।
আগামীতে আরও ভাল কাজ উপহার দেওয়ার এবং সকলের কাছে ভালবাসা পাওয়ার দোয়াপ্রার্থী জুয়েল এবং তার টিম ।
ফেইসবুকঃ https://www.facebook.com/oskar.jewel/videos/1034553119956111/