News71.com
 Health
 12 May 22, 07:47 PM
 415           
 0
 12 May 22, 07:47 PM

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী।।

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেইলি রোডে অবস্থিত সরকারি বাসভবনে ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এর আগে, শনিবার (৭ মে) রাতে অসুস্থতা অনুভব করায় মন্ত্রীকে রংপুর মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ৮ মে বিকেল ৩.৩০ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয় তাকে। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন