News71.com
 Health
 14 Jun 22, 09:39 PM
 1250           
 0
 14 Jun 22, 09:39 PM

করোনা সংক্রমণ বাড়লে রোগী ও মৃত্যু বাড়বে।।স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বাড়লে রোগী ও মৃত্যু বাড়বে।।স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  দেশে করোনা সংক্রমণ বাড়ার প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বর্তমানে করোনায় মৃত্যু নেই, তবে সংক্রমণ বেড়ে গেলে মৃত্যুও বেড়ে যাবে। 
মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৪টায় রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি অডিটোরিয়ামে ‘মুজিব হান্ড্রেড গ্রান্ট ফর ওমেন’ শীর্ষক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়ছে। গত এক মাস সংক্রমণের হার শূন্য দশমিক ছয় শতাংশ ছিল, এখন সেটা দুই শতাংশের ওপরে উঠেছে। প্রতিদিন ৩০/৩৫ জন করোনা সংক্রমিত হত, এখন সেটা ১০০ এর ওপরে উঠেছে। করোনা পরীক্ষা আরও বেশি করলে, হয়তো আরও বেশি শনাক্ত হবে। তিনি বলেন, করোনায় এখন আমরা ভালো আছি, আমাদের হাসপাতালে এখন তেমন করোনা রোগী নেই। সারাদেশের হাসপাতালে ২০ জন করোনা রোগীও ভর্তি নেই। আশার বিষয় এখন করোনায় কোনো মৃত্যুও নেই, তবে সংক্রমণ বেড়ে গেলে, হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়বে, মৃত্যুও বেড়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন