নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২.৭৫ শতাংশ। সোমবার (১১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ৩১ জন নগর এলাকার এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৬২ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ৮৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৭৪ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।