News71.com
 Health
 19 Jul 22, 10:52 PM
 802           
 0
 19 Jul 22, 10:52 PM

অন্যান্য হাসপাতালের মত এবার কলকাতার এসএসকেএমেও চালু হচ্ছে বিনামূল্যে রোবোটিক সার্জারী॥

অন্যান্য হাসপাতালের মত এবার কলকাতার এসএসকেএমেও চালু হচ্ছে বিনামূল্যে রোবোটিক সার্জারী॥

নিউজ ডেস্কঃ ভারতের অন্যান্য শহরের পর এবার কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএম এ বিনামূল্যে রোবোটিক সার্জারি চালুর কথা ভাবছে সরকার। কলকাতার সরকারি হাসপাতালে রোগী-ভোগান্তির ছবিটা আজও অব্যাহত। অভিযোগ, সেখানে চিকিৎসা পেতে এসে নানান হয়রানির মুখে পড়ছেন রোগী ও তাঁদের পরিজনদের একটা বড় অংশ। তবে এর মধ্যেই কিছু আশার আলো দেখা যাচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে এই পরিষেবা দিতে চলেছে এসএসকেএম। তার জন্য পরিকাঠামো তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওই পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। কারণ, কয়েক লক্ষ টাকা খরচের ওই অত্যাধুনিক পরিষেবা অনায়াসেই বিনামূল্যে পাবেন রোগীরা।

এই মুহুর্তে ভারতের প্রায় ৮০টি হাসপাতালে রোবোটিক অস্ত্রোপচারের সুবিধা রয়েছে। এ বার এই রাজ্যের সরকারি হাসপাতালেও সেই পরিষেবা চালু করার পদক্ষেপ করল সরকার। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘পিজিতে ওই পরিষেবা চালুর পরিকল্পনা হয়েছে। আমাদের নিজস্ব প্রচেষ্টায় সরকারি স্তরে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে এই পদক্ষেপ।’’ পরিকাঠামো তৈরি দ্রুত শেষ হওয়ার পরে রোবোটিক অস্ত্রোপচারের যন্ত্রও বসানো হবে। সূত্রের খবর, কয়েক বছর আগে অত্যাধুনিক অস্ত্রোপচার পদ্ধতিতে রোবটের ব্যবহারের জন্য স্বাস্থ্য দফতরে প্রস্তাব পাঠান এসএসকেএম কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে প্রাথমিক ভাবে অনুমোদন দেন। তার পরেই প্রক্রিয়া শুরু করে স্বাস্থ্য দফতর। সেই মতো পিজি-র কয়েক জন চিকিৎসককে নিয়ে রোবোটিক সার্জারি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইউরোলজি বিভাগের প্রধান চিকিৎসক দিলীপ পালকে।

সূত্রের খবর, পিজির প্রধান ব্লকের উল্টো দিকে যে ন’তলা বহির্বিভাগ ভবন রয়েছে, তার পাঁচতলায় অপারেশন থিয়েটার কমপ্লেক্স তৈরি করছে পূর্ত দফতর। তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় দু’কোটি টাকা। তিনটি অপারেশন থিয়েটার থাকবে। কমিটির সুপারিশ মতো তার একটি শুধু রোবোটিক অস্ত্রোপচারের জন্যই তৈরি হচ্ছে। আপাতত ইউরোলজি বিভাগের অধীনে রাখা হয়েছে ওই বিষয়টিকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, সপ্তাহে এক-এক দিন তা ভাগ করে দেওয়া হবে স্ত্রীরোগ, শল্য-সহ অন্যান্য বিভাগের জন্যও। যন্ত্রটি আসার পরে প্রত্যেক বিভাগ থেকে এক-দু’জন চিকিৎসককে তা ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে। কারণ যে কোনও বিষয়ের শল্য চিকিৎসকদের কাছে রোবোটিক অস্ত্রোপচার একটি নতুন অধ্যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন