নিউজ ডেস্কঃ ফুটবল খেলে ইতিহাস গড়লো বাংলাদেশের নারী ফুটবল দল। ১৯ বছরের শিরোপা খরা কাটিয়ে এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে অপরাজিতা চ্যাম্পিয়ন বাঘিনীরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন দুর্দান্ত জয়ে গোটা দেশে আনন্দ উল্লাস। দেশের ফুটবলের অনন্য এই জাগরণ দেখলো সবাই।এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিন খেলোয়াড় আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। জয়ের আনন্দের বাড়তি ঢেউ লেগেছে পাহাড়ি এই জেলায়। ইতোমধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তাদের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।জেলা পরিষদের প্রশানের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের থেকে তাদের সহযোগিতা করা হয়।